সিলেট: সনাতন ধর্মাবলম্বীদের জন্যে জ্ঞানের আলোকবর্তিকা নিয়ে এসেছেন বিদ্যাদেবী সরস্বতী। তাই শনিবার (১৩ ফেব্রুয়ারি) সিলেটের পূজামণ্ডপগুলোতে নেমেছে ভক্তদের ঢল।
সকাল থেকেই সনাতন ধর্মের তরুণ-তরুণীরা জ্ঞানার্জনে বিদ্যাদেবীর চরণে শ্রদ্ধার্ঘ আর পুষ্পমাল্য অর্পণ, বাণী পাঠের মধ্য দিয়ে সময় পর করছেন। এ উপলক্ষে সিলেটের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানও সেজেছে বর্ণিল সাজে।
শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাণী অর্চনা ও দেবীর চরণে পুস্পাঞ্জলি দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
তাদের সঙ্গে পূজায় গিয়ে উৎসবে অংশ নিচ্ছেন অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বিভিন্ন বাসা-বাড়িতে চলছে পূজার অনুষ্ঠান।
সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
সিলেট নগরীর দাড়িয়েপাড়া চৈতালী সংঘের পৃষ্টপোষক অমল কৃঞ্চ দেব বাংলানিউজকে বলেন, ‘পূজা একটি সার্বজনীন উৎসব। পারিবারিক ভাবেও ধুমদামে এই উৎসব উদযাপন করা হয়। ’
এদিকে পূজা আয়োজন নির্বিঘ্ন করতে সিলেট প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছি আমরা।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এএএন/এমএ