ঝিনাইদহ: সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সাফল্য ও বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল ও ঝিনাইদহে ‘জেলা লিগ্যাল এইড অফিস’ বিষয়ক সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জেলা ও দায়রা জজ নবাবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।
কর্মশালায় অংশ নেন, ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, ১ম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু আহছান হাবীব, ২য় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সানা মো. মাহরুফ হোসাইন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদ জাহাঙ্গীর, ২য় আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তসলিম আরিফ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচারক মো. আব্দুল মতিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মনিরজ্জামান, সিনিয়র সহকারী জজ মো. ফিরোজ মামুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর, সহকারী জজ মো. হুমায়ুন কবীর, সহকারী জজ নয়ন বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পিসি