ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০০ পরিবারে বিনামূল্যে লাউ দিলেন মশে মারমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
২০০ পরিবারে বিনামূল্যে লাউ দিলেন মশে মারমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বড়বিল গ্রামের বাসিন্দা মশে মারমা (৩৫) নিজ খেতের লাউ গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মশে মারমা দীর্ঘ চার বছর ধরে ২৪ শতক জমিতে বিভিন্ন সবজি চাষ করে আসছেন।

এর মধ্যে প্রতি বছর ৮ শতক জমিতে লাউ চাষ করেন তিনি।

এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় জমিতে লাউয়ের ভালো ফলন হয়েছে। তাই গত দুই দিন ধরে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে লাউ বিতরণ করছেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী লাব্রে মারমা বলেন, মশে মারমা একজন পরিশ্রমী কৃষক। প্রতি বছর নতুন ফসল ঘরে তোলার পর পাড়া-প্রতিবেশীদের নবান্ন উৎসবে নিমন্ত্রণ জানাতেন। তবে তিনি এ বছরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

বড়বিল গ্রামের বাসিন্দা ওয়াদুদ মিয়া, রওশান আলী ও হাফিজুর রহমানসহ অনেকে বলেন, এ বছরে পাহাড়ি-বাঙালি প্রায় দুইশ’পরিবারের মধ্যে বিনামূল্যে লাউ বিতরণ করেছেন তিনি।

চাষি মশে মারমা বলেন, প্রতি বছর খেতে উৎপাদিত পণ্য বিক্রি করে আয় করা টাকা থেকে পাড়া প্রতিবেশীকে ভাত খাওয়াই। এবার খেতে লাউয়ের ফলন ভালো হওয়ায়, ভাবলাম সবার মধ্যে লাউ বিতরণ করি।

সবার সঙ্গে ভাগাভাগি করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।