ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে র্যাবের এক সদস্যসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১১।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনারগাঁওয়ের আশারিয়ার চর থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১১ এর লেফটেনেন্ট কর্নেল গোলজার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
আটক পাঁচজনের মধ্যে একজন র্যাব-১৩ এর কনস্টেবল হুমায়ূন কবির। বাকি চারজন হলেন- রংপুর জেলার মাহাবুব ইসলাম (৩২), হাসানুউজ্জামান (২৪), মুন্সিগঞ্জ জেলার শাহিদা বেগম (৪৫) ও আমজাদ হোসেন (৩২)।
র্যাব-১১ সূত্রে জানা যায়, মোহসীন নামে স্থানীয় এক কবিরাজের স্ত্রী পাঁচ মাস আগে তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। সেই মামলাকে কেন্দ্র করে আটক ওই ব্যক্তিরা মোহসীনের কাছ থেকে সাড়ে ৩ লাখ চাঁদা আদায় করেন। শনিবার আরও একলাখ টাকা আদায় করার জন্য মোহসীনের বাড়িতে যান তারা। এ সময় ৠাব-১১ এর সদস্যরা তাদের আটক করেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬/ আপডেট: ১৭৪৮ ঘণ্টা
এনএ/টিআই