ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
যবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই সরস্বতীর দেবী বন্দনায় অংশ নেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।


 
সকালে যবিপ্রবি ক্যাম্পাসে অস্থায়ীভাবে নির্মিতব্য মন্দির প্রাঙ্গণে বাণী অর্চনা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- যশোর যবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সবার মধ্যে সাম্প্রদায়িক  সম্প্রীতি বজায় রাখতে হবে। এজন্য শিক্ষার্থীদের মনে অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টির আহ্বান জানান তিনি।

পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভক্তিমূলক গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন যবিপ্রবি’র ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার মণ্ডল ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা চৌধুরী, গণিত ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক রাজু রায় প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এগ্রো প্রসেসিং অ্যান্ড প্রডাকশন টেকনলজির বিভাগের অধ্যাপক বি কে বালা, ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক ড. মীর মো. মোশাররফ হোসেন, প্রক্টর ড. মসিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।