ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে রোধে সাদুল্যাপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বাল্যবিয়ে রোধে সাদুল্যাপুরে মানববন্ধন

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন করছে শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
 
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।


 
মানববন্ধনে বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, বৈষ্ণবদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাত আলী, রফিকুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক মিনারা খাতুন, পল্লী সমাজ সংগঠনের সভা প্রধান ছবিরান বেগম, সাধারণ সম্পাদক মিনারা বেগম প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত সবাই বাল্যবিয়ে প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি রসুলপুর ইউনিয়নের ১৪নং পল্লী সমাজের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।