জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) জবির কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়।
সনাতন হিন্দু ধর্মমতে, শ্বেতশুভ্র রাজহংসের পিঠে চড়ে জ্ঞানের আলো ছড়াতে পৃথিবীতে আসেন বিদ্যাদেবী সরস্বতী। দেবীর আগমন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা পূজামণ্ডপে দেবীর প্রতিমা স্থাপন করে।
উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও কেন্দ্রীয় পূজা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমএ/