পাথরঘাটা (বরগুনা): বরগুনার বিষখালী ও পায়রা নদীর মোহনা থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে নামবিহীন একটি দেশীয় তৈরি ট্রলারসহ ১৬০ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ করেছে।
শনিবার (১৩ ফের্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ কাঠ জব্দ করা হয়।
কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সাব লে. আতাহার আলী বাংলানিউজকে জানান, নিয়মিত টহলকালে পায়রা ও বিষখালী নদীর মোহনায় একটি ট্রলার দেখা যায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলার রেখে পালিয়ে যায় চোরকারবারীরা। পরে ট্রলারে তল্লাশি করে ৮০ পিস সুন্দরী কাঠ জব্দ করা হয়।
পরে পাথরঘাটা কোস্টগার্ডের ক্যাম্পে নিয়ে আসার পর কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর