শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীর মহারশী নদীর বেড়িবাঁধ এলাকায় বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় একটি বেকু মেশিন ও দুইটি ট্রাকসহ ৫ শ্রমিককে আটক করা হয়।
আটকরা হলেন- ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৬নং চরশেরী গ্রামের আমিন উল্লাহ’র ছেলে রিয়াদ হোসেন(৩০), আ. ছালামের ছেলে শাহাদত হোসেন(৩৮), শেরপুর জেলার গৌরীপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে শিরাজুল ইসলাম(২৮), জঙ্গলদী গ্রামের হাসু মিয়ার ছেলে জাহিদ (২৪), জামালপুর জেলার ডাকরাপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৩৫)।
শনিবার(১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা এ জরিমানা করেন।
ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সেলিম রেজা বাংলানিউজকে জানান, নদী থেকে অবৈধভাবে বালু কেটে নেওয়ার দায়ে ব্যবসায়ীদের আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
পিসি