রাজশাহী: রাজশাহী মহানগরীতে ‘দুর্যোগকালে ও জরুরি মুহূর্তে বেতার’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে বিশ্ব বেতার দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহানগরীতে শোভাযাত্রাটি বের করেন রাজশাহী বেতারের শিল্পী ও কলাকুশলীরা।
মহানগরীর আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহীর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক জুলফিকার রহমান কোরাইশী ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক উম্মে কুলসুম।
এছাড়া রাজশাহী বেতারের উপ-পরিচালক হাসান আক্তার, আনসার উদ্দিন, শরীফুর রহমান, সহকারী পরিচালক শেখ মাহবুবুল হোসেন, দেওয়ান আবুল বাশার এবং তনুশ্রী স্যানালসহ বাংলাদেশ বেতার রাজশাহীর সকল সদস্য ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসএস/ওএইচ/এসএস