ঢাকা: ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খান সাইফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে........রাজেউন)।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় রাজধানীর সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকবছর ধরে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক মাস আগে তাকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আইন পেশার শুরুর দিকে তিনি বামপন্থী সংগঠন হিসেবে পরিচিত শ্রমিক-কৃষক সমাজবাদী দলের অন্যতম সংগঠক ছিলেন। পরবর্তীতে তিনি সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতিও নির্বাচিত হন।
রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট চত্বরে তার প্রথম নামাজে জানাজা এবং বিকেলে ঝালকাঠির নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এই আইনজীবী ১৯৩৮ সালের ৩ অক্টোবর ঝালকাঠি জেলার সারিংগাল গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রি অর্জনের পর ১৯৬২ সালে বরিশাল জেলা আদালতে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। এরপর ১৯৭৪ সালে সুপ্রিম কোর্টে নিয়মিত হন। সেই থেকে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সুপ্রিম কোর্টেই আইন পেশায় নিয়োজিত ছিলেন।
চাঞ্চল্যকর মামলা মনিটরিংয়ে বিগত চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত মনিটরিং সেলের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি।
এছাড়াও ওয়ান-ইলেভেনের সরকারের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর ছিলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় আসামিপক্ষের প্রধান আইনজীবী, আগরতলা ষড়যন্ত্র মামলা, জনতা টাওয়ার মামলাসহ অসংখ্য ঐতিহাসিক মামলায় তিনি আইনজীবী ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০১৬
ইএস/আরআই