ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিনদিনেও সন্ধান মেলেনি অপহৃত কৃষকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
তিনদিনেও সন্ধান মেলেনি অপহৃত কৃষকের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ‘কোস্টগার্ড পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়ার তিন দিন পরও নূর হোসেন দেওয়ান (৩৫) নামে এক কৃষকের সন্ধান মেলেনি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন নিখোঁজ কৃষকের স্ত্রী নার্গিস বেগম।

এ সময় তিনি সুস্থ অবস্থায় স্বামীকে ফেরত, দোষীদের আটক ও বিচারের দাবি জানান।

নুর হোসেন দেওয়ান রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল গ্রামের দেওয়ান বাড়ির বাসিন্দা।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে পার্শ্ববর্তী কুচিয়ামারা গ্রামের মনোহর আলী ওরফে কুট্টি রাঢীসহ কয়েকজন ব্যক্তি ওই কৃষকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) সকালে তাদের কয়েকজন ওই বাড়িতে এসে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে চলে যান। পরে দুপুরের দিকে একদল লোক কোস্টগার্ড পরিচয়ে ওই বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়।

এ সময় নূর হোসেন ও তার ভাই জাফর দেওয়ানের টিনশেড ঘর ও আলমারি, চেয়ার-টেবিলসহ মালামাল ব্যাপক ভাঙচুর করা হয়। জাফরের ঘর থেকে ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করেন তারা। একপর্যায়ে তারা নূর হোসেনকে বেদম মারধর করে তুলে নিয়ে যান।

নিখোঁজ নূর হোসেনের স্ত্রী নার্গিস সাংবাদিকদের বলেন, কোস্টগার্ড পরিচয় দিয়ে হামলার পর আমার স্বামীকে পিটিয়ে তুলে নেওয়া হয়েছে। হামলাকারীদের শরীরে কোস্টগার্ডের পোশাক ছিল, তা অনেকে দেখেছে। তিনদিন ধরে স্বামীর খোঁজ পাচ্ছি না। আমি সুস্থ অবস্থায় স্বামীকে ফেরত চাই।

এ বিষয়ে বক্তব্য জানতে মনোহর আলী ওরফে কুট্টি রাঢীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদ উল্লাহ বলেন, ঘটনাটি আমিও শুনেছি। এ ঘটনায় তাদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

রায়পুরের চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অবস্থিত কোস্টগার্ড ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। হামলা-ভাঙচুরের ঘটনার সঙ্গে কোস্টগার্ডের কোনো সদস্য জড়িত নয় বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নূর হোসেন কোথায় আছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। হামলার ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।