ঢাকা: সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে তৃতীয়বারে মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শেখ সালাহউদ্দিন আহমেদ। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. বশীর উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. রুমানা ইসলাম শেরনিয়াবাত নির্বাচিত হয়েছেন।
রাজধানীর মেট্রোপলিশ আইডিয়াল ল’কলেজের অডিটরিয়ামে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট এম শোয়াইব মিয়া।
সভাপতি নির্বাচিত হওয়া ড. শেখ সালাহউদ্দিন আহমেদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইমিগ্রেশন ও কোম্পানি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
ওইদিনই (শুক্রবার) সংঠনটির ৯৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট হাওলাদার মো. আনিসুজ্জামান, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট মো. এনামুল হক, অ্যাডভোকেট মো. শাজাহান রুহুল, অ্যাডভোকেট জাহিদুল হক বাবু, অ্যাডভোকেট শাহানাজ আহমেদ, অ্যাডভোকেট সেলিম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর খান, অ্যাডভোকেট মো. সুহেল ইসলাম খান, অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট কাজী আকরামুল হুদা সুমন, অ্যাডভোকেট মাহামুদুল রহমান হিল্লোল, অ্যাডভোকেট মো. জুয়েল আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ ময়নুল হোসেন অপু, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল হক, অ্যাডভোকেট আজিজুল হক ফরাজি, অ্যাডভোকেট মোহাম্মদ খাইরুল ইসলাম, অ্যাডভোকেট ফিরোজুল ইসলাম, অ্যাডভোকেট হাজেরা এমরান আজরা, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আশরাফ সুমন, অ্যাডভোকেট শাহ হারুন-অর-রশিদ, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, দফতর সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাছলিমা ইয়াসমীন দীপা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহিনুর আক্তার লাইজু, সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন মাজান, শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান লিপন, এনজিও বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আল ফারহান কাওছার পাভেল, ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আন্না খানম কলি, পর্যটন সম্পাদক অ্যাডভোকেট মোর্তজা মোহাম্মদ আন্তিক, কেন্দ্রীয় কমিটির সদস্য সহকারী এ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বাহাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ আলো, অ্যাডভোকেট এ কে এম ফজলুল করিম মিলন, অ্যাডভোকেট টিটু মোহন দে, অ্যাডভোকেট বজলুর রহমান ফকির, অ্যাডভোকেট এ এস এম শফিউল্লাহ শিবলী, অ্যাডভোকেট জাহাঙ্গীর মাহমুদ মোর্শেদ পান্থ, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, অ্যাডভোকেট রাজা রাম বর্মণ, অ্যাডভোকেট মোতালেব শাওন, অ্যাডভোকেট জাকির হোসেন পাখি, অ্যাডভোকেট ফিরোজ আলী মন্ডল, অ্যাডভোকেট সাইফুজ্জামান টিপু, অ্যাডভোকেট সামিনা আক্তার ময়না, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শিকদার।
আগামী ২০১৮ সাল পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।
বাংলাদেশ সময় ০১০১ ঘন্টা; ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমএন/আইএ