একদিন পরই বিশ্ব ভালবাসা দিবস। এ দিনে প্রিয়জনকে ভালোবাসা জানাতে চান প্রায় সবাই।
গোলাপের বাজার ধরতে ব্যস্ত গোলাপচাষিরাও। জমির গাছ থেকে লাল গোলাপ তুলছেন সাভারের এক চাষি।
হাজারও কলির মাঝে চলছে কৃষকের বাছাই। ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকার হাতে পৌঁছে দিতে হবে তাজা আধফোটা লাল গোলাপ।
বাছাইয়ের পর ক্ষেতের পাশে বাঁশের টংয়ের উপরে রাখা হয়েছে গোলাপ। এখানে চূড়ান্ত বাছাই শেষে তা চলে যাবে বাজারে।
বাজারে এসেছে গোলাপ। শাহবাগে ফুলের দোকান থেকে গোলাপ কিনছেন এক তরুণী।
যুগল ফুলের বৃন্তের মতই যুগ যুগ ধরে ভালবাসাকে টিকিয়ে রাখার প্রতিজ্ঞায় প্রিয়জনকে জোড়া গোলাপ উপহার দেন অনেকে।
জোড়া গোলাপ হাতে প্রিয়জনের জন্য অপেক্ষা...।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই যুগলের মতে অনেককে দেখা যাবে বিশ্ব ভালোবাসা দিবসে।
বাংলাদেশ সময়: ০৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএইচ