ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুপুরে সুন্দরবন পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
দুপুরে সুন্দরবন পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বাগেরহাট: সুন্দরবন পরিদর্শনে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে সুন্দরবনের হিরণপয়েন্টে পৌঁছানোর কথা রয়েছে তার।



রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

হিরণপয়েন্টে নেমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুন্দরবনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

এদিকে, তার আগমন উপলক্ষে বাগেরহাট ও খুলনার জেলা প্রশাসন এবং বনবিভাগ এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে।
 
সুন্দরবন ভ্রমণ শেষে একই দিন বিকেলে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে পটুয়াখালী যাবেন। সেখানে নবনির্মিত পায়রা সমুদ্র বন্দর ও সাগর কন্যা কুয়াকাটার দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখবেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।