আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ১৪ দিনব্যাপী বাৎসরিক কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলন ২০১৫-১৬ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ মাঠে সমাপনী অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় প্রশিক্ষণ অনুশীলনের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন।
১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুশীলনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৪২ জন নারী ক্যাডেট অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষককে কমিশন প্রদানের স্বীকৃতি স্বরুপ ৠাংক পরিয়ে দেওয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাপরিচালক ও সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৮,২০১৬
এসএসএইচ/জেডএস