ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা, সমন জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ময়মনসিংহে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা, সমন জারি

ময়মনসিংহ: ময়মনসিংহে দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ৭নং আমলী আদালতে গফরগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. রাজিবুল হাসান মামলাটি আমলে নিয়ে ৫০০/৫০১/৫০২ ধারায় তার বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার আইনজীবী আব্দুর রহমান আল হুসাইন তাজ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মাহফুজ আনামের সম্পাদনায় প্রকাশিত ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়।

এ সংবাদের প্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দীর্ঘ ১১ মাস কারাবরণ করেন। মাহফুজ আনামের ইচ্ছাকৃত এ ভুলের কারণে বর্তমান প্রধানমন্ত্রীর চরম মানহানি হয়েছে।

পরে চলতি মাসের  ০৩ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের টক শো-তে এ ভুলের কথা স্বীকার করেন মাহফুজ আনাম। এরই প্রেক্ষিতে এ মামলা দায়ের হয়েছে।

এর আগে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মানহানির অভিযোগে একটি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দু’টি মামলা দায়েরের আবেদন জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।