ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জামালপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ

জামালপুর: জামালপুর আশেক মাহামুদ বিশ্ববিদ্যালয় কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে আসছেন।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী বাংলানিউজকে জানান, কলেজ সংলগ্ন খেলার মাঠে ২০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন বিশাল প্যান্ডেল তৈরি, মঞ্চ নির্মাণ ও বসার ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে যোগদানকারী নতুন-পুরাতন শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ও দশটি অস্থায়ী টয়লেট তৈরি করা হয়েছে।

জামালপুর পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, হেলিকপ্টারে করে ঢাকা থেকে জামালপুরে আসবেন রাষ্ট্রপতি। জামালপুর এসে তিনি সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন। এজন্য জামালপুর ও সরিষাবাড়ীতে দুটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে।

৭০ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকীবিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, জামালপুর সদর-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, প্রধান মন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।