জামালপুর: জামালপুর আশেক মাহামুদ বিশ্ববিদ্যালয় কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরে আসছেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী বাংলানিউজকে জানান, কলেজ সংলগ্ন খেলার মাঠে ২০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন বিশাল প্যান্ডেল তৈরি, মঞ্চ নির্মাণ ও বসার ব্যবস্থা করা হয়েছে।
জামালপুর পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, হেলিকপ্টারে করে ঢাকা থেকে জামালপুরে আসবেন রাষ্ট্রপতি। জামালপুর এসে তিনি সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন। এজন্য জামালপুর ও সরিষাবাড়ীতে দুটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে।
৭০ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকীবিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, জামালপুর সদর-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, প্রধান মন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
পিসি