ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে পাঁচ মেয়র, ৩৫জন সাধারণ কাউন্সিলর ও ১২জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে যেন উৎসবের আমেজ ভাঙ্গা পৌর এলাকাজুড়ে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র ও দু’জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা, বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওহিদ মিয়া, চরমনাই পীরের ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী তাদের দলীয় নেতা মো. আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আবুল ফজল প্রিন্স এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা আবু জাফর মুন্সী।
ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আমীন বাংলানিউজকে বলেন, পাঁচজন মেয়র প্রার্থী ও ৪৭ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি বলেন, আজ ২২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। প্রত্যাহার ৪ মার্চ, প্রতীক বরাদ্দ ৫ মার্চ ও ২০ মার্চ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৪ হাজার ৬৬২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরকেবি/এএটি/এএ