ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাসিক মেয়রের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
রাসিক মেয়রের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রসিক) দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



সভায় উদ্যোগী সংস্থার মাধ্যমে সাহেববাজারে শাপলা সুপার মার্কেট নির্মাণের জন্য নির্ধারিত স্থানে বর্তমানে ব্যবসারত ব্যবসায়ীদের পুনর্বাসন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- রাসিকের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি বেলাল আহম্মেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর একেএম রাশেদুল হাসান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন- মনির উদ্দিন, আব্দুল খালেক, মাহাবুব আলম, শহীদুল্লাহ, আরিফুল হক, বদরুদ্দোজা চঞ্চল, শরিফ, ইসাহাক, আমিনুল হক, আলী মোর্তজা, মো. বারিক, মামুন রেজা, আব্দুস সাত্তার, শাহজাহান বাদশা প্রমুখ।

পরে মেয়র তার সম্মেলন কক্ষে রাজশাহী পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বার্ডফ্লু সম্পর্কে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য পরামর্শ দেন।

মতবিনিময়কালে রাজশাহী পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল হক, সাধারণ সম্পাদক এনামুল হক,  রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।