ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমির মালিকরা সনদ পাবেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জমির মালিকরা সনদ পাবেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

জাতীয় সংসদ ভবন থেকে: জমির প্রকৃত মালিক নির্ধারণকল্পে ‘জমির মালিকানা সনদ (সিএলও)’ চালুর পরিকল্পনা সরকারের আছে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
 
সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ওয়ারেসাত হোসেন বেলালের (নেত্রকোনা-৫) প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।


 
মন্ত্রী জানান, জমির মালিকানা সনদ চালুর পরিকল্পনা সরকারের আছে। এটা বাস্তবায়নের জন্য বেশ কিছু কার্যক্রম ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
 
তিনি আরও জানান, বর্তমানে ভূমি জরিপের মাধ্যমে যে রেকর্ড প্রণয়ন হয় তা যদি এসি ল্যান্ড কর্তৃক নামজারির মাধ্যমে হালনাগাদ করা হয়ে থাকে- এই প্রক্রিয়ায় বর্তমানে এসি ল্যান্ড অফিস, সাব-রেজিস্ট্রি অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের মধ্যে কোনো সমন্বিত কার্যক্রম এখনো শুরু করা যায়নি।
 
রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৩ ধারামতে রেকর্ডের হালনাগাদ কার্যক্রম এসি ল্যান্ড অফিস কর্তৃক সম্পাদিত হলেও তাদ্বারা সর্বশেষ মালিকানার তথ্য প্রতিফলিত নাও হতে পারে। কারণ সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিনিয়ত যে হস্তান্তর দলিল সম্পাদিত হয়, সেভাবে হালনাগাদ তথ্যের ভিত্তিতে নামজারি সম্পাদন হয় না।

এছাড়া দুটি অফিসের মধ্যে কোনো কার্যকর সংযোগ বা সমন্বয় নেই বলেও উল্লেখ করেন তিনি।

সিএলও’র গ্রহণযোগ্যতার বিষয়ে আইনি বিধান সংযোজন করতে হবে। সরকার একই সঙ্গে দেশে ‘ভূমি ব্যাংক’ স্থাপনের পরিকল্পনা প্রণয়নের চিন্তা করছে। যা হলে ভূমির হালনাগাদ তথ্য ধারণসহ সিএলও বাস্তবায়নে সহায়ক হবে বলেও জানান ভূমিমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।