চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পাটজাত পণ্যের মোড়কের ব্যবহার না করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি/হাজীগঞ্জ) মো. অলিউজ্জামান এ জরিমানা করেন।
চাঁদপুর জেলা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, পাট উৎপাদন ও ব্যবহার নীতিমালা আইনের ২০১০ সালের ১৪ ধারা মোতাবেক মেসার্স কামাল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মেসার্স রাজীব বণিককে দুই হাজার টাকা, মেসার্স ইয়াছিন আরাফাত ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও মেসার্স দুলাল মিয়া ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বাজারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএ