ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে পুরোহিত হত্যা

শুক্রবার সারাদেশে অবস্থান কর্মসূচির ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
শুক্রবার সারাদেশে অবস্থান কর্মসূচির ঘোষণা ছবি: পিয়াস / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার যজ্ঞেশ্বর দাসাধীকারী পুরোহিত হত্যাকারীদের বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতার করা না হলে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জয়ন্ত সেন দীপু এ ঘোষণা দেন।



তিনি বলেন, শুক্রবার অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের পাশাপাশি নিরাপত্তা চেয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রতিটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

সোমবার বেলা সাড়ে ৩টার পর প্রেসক্লাবের সামনে যজ্ঞেশ্বর দাসাধীকারী পুরোহিতকে হত্যার প্রতিবাদ জানাতে আসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জাগো হিন্দু বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ একাধিক সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ধারালো অস্ত্র দিয়ে যজ্ঞেশ্বর দাসাধীকারী পুরোহিতকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআইএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।