খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালতলা থেকে অপহৃত ঠিকাদার ও ম্যানেজারকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।
অপহরণের নয় দিন পর সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি ভাইবোন ছড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়া ব্যক্তিরা ঠিকাদার সাইফুদ্দিন শাহিন গাজী (৩৫) ও ম্যানেজার রুহুল আমিন (৩৫)। মুক্তি পাওয়ার পরপরই তাদের খাগড়াছড়ি সার্কিট হাউসে নিয়ে আসা হয়।
এ সময় সেনাবহিনীর খাগড়াছড়ির জোন কমান্ডার লে. কর্নেল হাসান মাহমুদ, জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী, পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মজিদ আলী জানান, ‘সোর্সের মাধ্যমে অপহৃত ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালালে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ’ তিনি তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজী হননি।
এর আগে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে সুকুমার দেব (৩৫) নামে একজনকে আটক করা হয়। শনিবার বিকেলে তাকে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানা গেছে।
সাইফুদ্দিন শাহিন গাজী বাংলানিউজকে জানান, অপহরণকারীরা কোনো ধরনের নির্যাতন করেনি। তবে প্রতিদিন অনেক হাঁটাতো।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, উদ্ধার হওয়া দুই ব্যক্তি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন। তাই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপহরণের ঘটনায় পানছড়ি থানায় মামলা করা হবে বলে জানান সহকারী পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমজেড