ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৬ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ছয় শ্রমিক নিখোঁজ রয়েছেন।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বক্তাবলী নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজরা হলেন- নিজাম, সুজন, সুজব, শরীফুল, শাহীন ও তালেব। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত তিনি জানান, ধলেশ্বরী নদীতে মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেডের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাটি কাটার ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সঙ্গে সঙ্গেই মাটি কাটার ট্রলারটি ডুবে যায়।

‘ওই ট্রলারে ১৫ থেকে ২০ জন শ্রমিক ছিলেন। এরমধ্যে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৬ শ্রমিক নিখোঁজ রয়েছেন। ’

নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে বলে জানান এসআই  আবদুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।