ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
গোপালগঞ্জে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা চিকিৎসা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর হাসপাতালে বিনামূল্যে জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের অভিজ্ঞ প্লাস্টিক সার্জনরা এ চিকিৎসা সেবা দেবেন।



এ দুই দিনে বিএমএ গোপালগঞ্জ শাখার উদ্যোগে মোট ২২ জন রোগীর অস্ত্রোপচার করা হবে।

বুধবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএমএ  গোপালগঞ্জ শাখার সভাপতি ডা. আবিদ হাসান, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফরিদুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র লেয়াকত আলী লিকুসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।