ফরিদপুর: ফরিদপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মোবাইল ফোন ভেঙে ফেলাকে কেন্দ্র করে তাম্বুলখানা ও সাইচা এলাকার কয়েক যুবকের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের জের ধরে বুধবার সকালে উভয়পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব ৭৩ রাউন্ড ফাঁকা গুলি ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পিসি