ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রতন (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।



পরে ঘটনাস্থল থেকে চার রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, চারটি বল্লম ও চারটি রামদা উদ্ধার করে পুলিশ।

এতে পুলিশের পাঁচ সদস্য অাহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

নিহত রতন সরাইল থানার তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তিনি উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সরাইল থানায় ৬টি মামলা রয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অালী অারশাদ বাংলানিউজকে জানান, ভোরে বড্ডাপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্ততি নিচ্ছিলেন ডাকাতরা। এ সময় পুলিশের টহল টিমের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

জবাবে পুলিশ গুলি করলে দুইপক্ষের বন্দুকযুদ্ধে রতন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ জানান, ঘটনার সময় সরাইল থানার একজন উপপরিদর্শক (এসআই) ও চার পুলিশ সদস্য অাহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।