ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে সুন্দরবন দিবসের র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
শ্যামনগরে সুন্দরবন দিবসের র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন দিবস-২০১৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ স্লোগানে একটি র‌্যালি বের করা হয়।



উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শোয়েব আহমেদ খান।

আরো বক্তব্য রাখেন, বাঘ বন্ধু আজিজুর রহমান, টাইগার টিমের সুপারভাইজার আবু জাফর, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা, কদমতলা স্টেশন কর্মকর্তা শ্যামাপদ রায় প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রেখেছে। সুন্দরবন না বাঁচলে আমরা বাঁচব না। বাঘ রক্ষা করলে সুন্দরবন রক্ষা হবে। না হলে চোরাশিকারীদের হাত থেকে সুন্দরবন রক্ষা করা যাবে না।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।