ঢাকা: দ্বিতীয় শ্রেণির (বর্তমান দশম গ্রেড) পদমর্যাদার দাবিতে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার নেতারা।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের (টাউন হল) সামনে মনববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ডিপ্লোমা কৃষিবিদ সিদ্দিকুর রহমান, আবুল বাশার জোমাদ্দার, নাসির খন্দকার, বিনয় ভূষণ মণ্ডল, রফিকুল আলম মিলন প্রমুখ।
গত ৩ ফেব্রুয়ারি থেকে এই দাবিতে আন্দোলন করে আসছেন ডিপ্লোমা কৃষিবিদরা।
নাসির খন্দকার বাংলানিউজকে বলেন, এটা আমাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের অক্টোবরে আমাদের দাবি মেনে নিয়ে ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এতো বছর পরও প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়ন হয়নি। তাই আমরা আন্দোলনে নেমেছি।
বাংলাদেশে সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএম