ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বরগুনায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বরগুনা: প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বরগুনার ছয় উপজেলার কৃষি ডিপ্লোমাধারী উপ সহকারী কৃষি কর্মকর্তারা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) বরগুনা জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়।

 

পরে জেলা প্রশাসক ড. মুহা. বশিরুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে ডিকেআইবি বরগুনা জেলা কমিটির সভাপতি মো. আ. ছত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান, বরগুনা সদর উপজেলা সভাপতি গোলাম ফারুক, বেতাগী উপজেলা সভাপতি হারুন অর রশিদ, আমতলী উপজেলা সভাপতি আবু সালেহ ও বামনা উপজেলা সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশে সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।