ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৭তম মৃত্যুবার্ষিকী সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৭তম মৃত্যুবার্ষিকী সোমবার শহীদ সার্জেন্ট জহুরুল হক

ঢাকা: শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি)।

তিনি ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন।



তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর (৫, সেগুন বাগিচা) প্রাঙ্গণে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ সার্জেন্ট জহুরুল হকের পরিবারের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে শিশু-কিশোর চিত্রশিল্পী ছাড়াও আগরতলা মামলায় অভিযুক্ত বীর যোদ্ধারা, তাদের পরিবারের সদস্যসহ দেশের খ্যাতিমান শিল্পীরা উপস্থিত থাকবেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ পরিবারের পক্ষে নাজনীন হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৯৬৯ সালে স্বৈরাচার আইয়ুব খানের দুঃশাসনের বিরুদ্ধে ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব অভিযুক্তদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী যে গণআন্দোলন চলছিল সার্জেন্ট জহুরুল হকের হত্যাকাণ্ডে তা আরও তীব্রতর হয়।

বাংলাদেশের মানুষ দেশ-মাতৃকার মুক্তি প্রয়াসী এই বীরকে সেদিন কেবল শ্রদ্ধা প্রদর্শন করেনি, দেশে স্বায়ত্তশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার নামে শপথ গ্রহণ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ সেদিনই ঢাবি ইকবাল হলের নাম পরিবর্তন করে সার্জেন্ট জহুরুল হক হল প্রবর্তন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর বিমানবাহিনীর চট্টগ্রাম বেজও সার্জেন্ট জহুরুল হকের নামে করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।