ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহতের ঘটনায় ৩ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহতের ঘটনায় ৩ মামলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিজ দলের সদস্যদের গুলিতেই ডাকাত রতন মিয়ার (৩০) মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনাসহ ডাকাতির প্রস্তুতি ও পুলিশের উপর হামলার অপরাধে সরাইল থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।



সরাইল থানার উপপরিদর্শক (এসঅাই) শফিকুর রহমান বাদী এ তিনটি মামলা করেছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি, গুলিতে ডাকাত নিহত ও পুলিশের উপর অাক্রমণ এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।

এদিকে, দুপুর ১২টার দিকে জেলা সদর হাসপাতাল মর্গে নিহত অান্তঃজেলা ডাকাতদলের সদস্য রতন মিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। রতন উপজেলার চুন্টা গ্রামের উত্তরপাড়ার গোলাপ মিয়ার ছেলে।

এরআগে ভোর সাড়ে ৪টার দিকে বন্দুকযুদ্ধে রতন মিয়ার মৃত্যু হয়। এতে ওসি অালী অারশাদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড কার্তুজসহ একটি পাইপ গান, চারটি রামদা ও তিনটি বল্লম উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।