ঢাকা: হিজড়াদের নামে যারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে তাদের বিচার চেয়ে মানববন্ধন করেছে খোদ হিজড়া সম্প্রদায়।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অসহায় ও প্রকৃত হিজড়া সম্প্রদায়ের’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে হিজড়া নেতা আপন আক্তার বলেন, ‘হিজড়ারাও মানুষ। আমরা কাজ চাই, কর্ম করে খেতে চাই। মানুষের কাছে হাত পাততে চাই না, ভিক্ষা করতে চাই না। হিজড়াদের নামে যারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে তাদের বিচার চাই। ’
মানববন্ধনে শতাধিক হিজড়া অংশ নেন। তারা জানান, অপরাধীরা হিজড়া সেজে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র, মাদক ও পতিতা বাণিজ্য করছে। সাধারণ পুরুষদের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রূপান্তরিত করা হচ্ছে এবং পুরুষরা হিজড়া সেজে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড জড়িয়ে পড়ছে।
এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এইচআর/আরএইচএস/টিআই