বগুড়া: দ্বিতীয় শ্রেণির (বর্তমান দশম গ্রেড) পদমর্যাদার দাবিতে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার নেতারা।
রোববার (১৪ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের জেলা সভাপতি ছায়দুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের ন্যায্য ও প্রাণের দাবি দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন। কিন্তু এ যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ ও মর্মাহত। তাই এ ব্যাপারে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হাতে তাদের দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের জেলা নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমবিএইচ/আরএম