ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে জলাতঙ্ক বিষয়ক সভা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সাভারে জলাতঙ্ক বিষয়ক সভা

সাভার: জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সারাদেশের ন্যায় সাভারে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদানে (এমডিভি) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভা হলরুমে জলাতঙ্ক অবহিতকরন সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।



সচেতনতার অংশ হিসেবে সভায় জলাতঙ্ক বিষয়ে বিষদ আলোচনা হয়। এসময় জলাতঙ্ক বিষয়ে ভিডিও প্রদর্শনী উপস্থাপন করা হয়।

সভায় সাস্থ্য অধিদফতরের ডেপুটি পোগ্রাম ম্যানেজার ডা. এস এম গোলাম কায়সার বলেন, আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি সাভার পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে জলাতঙ্ক রোধে প্রতিটি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে। এসময় সকলের সহযোগীতা কামনা করেন  তিনি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা।

এছাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সাভার পৌরসভার কাউন্সিলরসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪,২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।