ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবন দিবস

বগুড়ায় পরিবেশ বাদী সংগঠনগুলোর গণজমায়েত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বগুড়ায় পরিবেশ বাদী সংগঠনগুলোর গণজমায়েত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সুন্দরবন দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে বগুড়ায় গণজমায়েত কর্মসূচি পালন করেছে বিভিন্ন পরিবেশ বাদী সংগঠন।  
 
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


 
কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেসড, গ্রামীণ বিকাশ ফাউন্ডেশন, স্বপ্ন, নিডো, ঊষা টম ফর অ্যানার্জি অ্যান্ড ইনভায়রনমেন্টাল সিসার্চ নামে সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
 
এ সময় বক্তব্য রাখেন- বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, পেসড’র মিভা, উষা’র বাবলু, আনোয়ারুল ইসলাম, রহিম উদ্দিন খন্দকার, নাছির, ডা. মিশু, রফিকুল ইসলাম, হাসি প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।