সিলেট: সিলেটে পুলিশি হয়রানী বন্ধের দাবিতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের ধর্মঘট চলছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর সর্বত্র সিএনজি চালিত আটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি স্ট্যান্ড থেকে ধারাবাহিক সিএনজি চালিত অটোরিকশা রিকুইজিশনের পরও পুলিশ বিভিন্ন পয়েন্টে চালকদের ধরে হয়রানী করছে। সরকারি ডিউটির নামে প্রতিটি গাড়ি আটক করে অহেতুক রেকারিং করে মামলা দিচ্ছে পুলিশ।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া বাংলানিউজকে বলেন, সিএনজি একটি গণপরিবহণ। কারণে-অকারণে গাড়ি আটক করে মামলা দিয়ে চালকদের হয়রানী করে টাকা আদায় করে পুলিশ।
এছাড়া গত ২৪ জানুয়ারি চালকদের ধরে মারধরের ঘটনার সুরাহা চেয়ে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু ১৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণে সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ না নেওয়ায় রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে ধর্মঘট আহবান করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, সরেজমিন দেখা গেছে, নগরীর বিভিন্ন স্ট্যান্ডগুলোতে অটোরিকশা বন্ধ করে রেখেছেন চালকরা। সেই সঙ্গে চালকদের কেউ কেউ অটোরিকশা নিয়ে বের হলেও শ্রমিকরা বন্ধ রাখতে বাধ্য করছেন। এ অবস্থায় সিলেট নগরীতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এনইউ/বিএস