সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ বছরের পুরাতন একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার পুর্নিমাগাতী ইউনিয়নের চড়াইমুরী গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত শেলটি ৮২ এমএম।
তিনি জানান, চড়াইমুড়ী গ্রামের কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেন পাশের রামকান্তপুর গ্রামের হেলাল হোসেনের বাড়িতে শনিবার কাঁঠাল গাছ কাটতে যান। একপর্যায়ে গুঁড়ির ভেতর ওই মর্টার শেলটি দেখতে পান। পরে তিনি তা নিজ বাড়িতে নিয়ে আসেন। রোববার সকালে তিনি পুলিশকে জানালে পুলিশ এসে শেলটি নিয়ে যায়।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এটি ফেলে গিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসআর