ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ব্যবসায়ী হত্যার দায়ে ১ ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
মেহেরপুরে ব্যবসায়ী হত্যার দায়ে ১ ব্যক্তির যাবজ্জীবন

মেহেরপুর: মেহেরপুরে ব্যবসায়ী হারুন অর রশিদ হত্যা মামলায় রহমান আলী (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি.এম মূসা এ রায় দেন।



মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের ব্যবসায়ী হারুন আর রশিদকে চাঁদার দাবিতে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে রহমান আলীসহ তার লোকজন।
ওইদিন রাতেই হলদেপাড়া মাঠে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে সুরুজ আলী বাদী হয়ে নয়জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একই বছরের ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) গোলাম মোহম্মদ ওই নয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি হারুর আর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিদের খালাশ দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী অ্যাডভোকেট কাজী শহিদ ও বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আব্দুল মতিন ও অ্যাড. ইব্রাহীম শাহিন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।