ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক হত্যা মামলায় ৩ আসামি রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সিরাজগঞ্জে ট্রাক শ্রমিক হত্যা মামলায় ৩ আসামি রিমান্ডে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আলোচিত ট্রাক শ্রমিক বাবু হত্যা মামলার তিন আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মোরশেদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন।



আসামিরা হলেন- মামলার এক নং আসামি শহরের হোসেনপুর সারঘাট এলাকার হাজী জয়নাল আবেদিনের ছেলে রাশেদুল ইসলাম উজ্জ্বল (৪০), একই এলাকার সোবহান মণ্ডলের ছেলে জহুরুল মণ্ডল (৩৬) ও আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম শফি (৩৫)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

যমুনা নদী থেকে উত্তোলণ করা বালু ভর্তি ট্রাক জমির উপর দিয়ে বহন করা নিয়ে দ্বন্দ্বের জের ধের ১ ফেব্রুয়ারি হোসেনপুর উজ্জ্বল ফ্লাওয়ার মিলের সামনে ট্রাক শ্রমিক মজনু মণ্ডল বাবুকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় নিহত শ্রমিকের বাবা আকবর হোসেন মণ্ডল বাদী হয়ে ওই দিন রাতেই ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৮ ফেব্রুয়ারি মামলার এক নম্বর আসামিসহ তিনজনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।