ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে পুষ্টি চাল বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
কুড়িগ্রামে পুষ্টি চাল বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: নারী ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সরকারের ভিজিডি কর্মসূচির আওতায় পুষ্টি চাল বিতরণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহান আরা বেগম।

কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপ-সচিব (ইআরডি) সারোয়ার মাহমুদ ও রায়না আহমেদ (মহিলা ও শিশু বিষয়ক), বিএসটিআই’র সিনিয়র সহকারী পরিচালক গোলাম মাহমুদ সারোয়ার, রংপুর ডব্লিউএফপির ব্রাঞ্চ প্রধান হাফিজা খান, সিভিল সার্জন ডা. জয়নাল আবেদিন জিল্লুর, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, সারাদেশে সাড়ে সাত লাখ উপকারভোগী ভিজিডি কর্মসূচির আওতায় রয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ভিজিডি সহায়তা পাচ্ছেন ২৬ হাজার ৪৯৮ জন।

এছাড়া কুড়িগ্রাম সদর ও ভুরুঙ্গামারীতে ৫ হাজার ৭০৫ জন মাকে উন্নতজাতের পুষ্টি চাল (রাইস ফার্টিফিকেশন) বিতরণ করা হচ্ছে। তারা প্রতি মাসে ৩০ কেজি করে এ পুষ্টি চাল পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।