ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্পিকারের সঙ্গে আফগানিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
স্পিকারের সঙ্গে আফগানিস্তানের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশে সফররত আফগানিস্তানের মহিলা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপারসন ফৌজিয়া কুফি’র নেতৃত্বে ৬ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষা‍ৎ করেছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে স্পিকারের কার্যালয়ে প্রতিনিধি দল সাক্ষাৎ করে।

দলের অন্য সদস্যরা হলেন টুরপিকে প্যাটম্যান, কোবরা মুস্তাফাউই, জাহরা তোকি জাবুলি রুবাবা পারওয়ানি দারউইশ, এবং আজিজি জালিস।

সাক্ষাতকালে তারা নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা রোধ, সংসদীয় কার্যক্রমে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নারীর ক্ষমতায়নের দিক থেকে বাংলাদেশ একটি রোল মডেল। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা নারী নির্বাচিত হওয়া এটি সমসাময়িক বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এর ফলে বাংলাদেশের জেন্ডার ভিত্তিক সব সামাজিক নির্দেশকগুলোর ব্যাপক অগ্রগতি হয়েছে, উল্লেখ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষগুরুত্ব দেওয়ায় এবং তার গৃহীত বিভিন্ন নীতিমালা ও পদক্ষেপের সফল বাস্তবায়নের ফলে বাংলাদেশে নারী উন্নয়নের ব্যাপক অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, নারী ও শিশুদের উন্নয়নে নেওয়া পদক্ষেপের কারণে এর দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যাচ্ছে। দেশে শিক্ষা ক্ষেত্রে নারী যেমন অগ্রসরমান, কর্মক্ষেত্রেও তারা অবদান রাখছে। তৈরি পোষাক শিল্পে কর্মরত প্রায় ৮০ শতাংশই নারী কর্মী। তারা বৈদেশিক অর্থ উপার্জনে অবদান রাখছে।

স্পিকার বলেন, কর্মজীবী নারীদের জন্য বর্তমান সরকার ডরমেটরি এবং তাদের শিশু সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু করেছে। নারী ও পুরুষদের এক সঙ্গে কাজ করার সুযোগ থাকায় নারী-পুরুষ কর্মীদের মানসিকতায় পরিবর্তন এসেছে। এতে কর্ম পরিবেশেরও উন্নতি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।