ফেনী: ভালোবাসা সার্বজনীন। সকলের জন্যই হবে ভালোবাসা, বিশেষ কারো জন্য নয়।
কিন্তু বিশেষ দিবসে বিশেষ কারো প্রতি ভালোবাসা প্রকাশটা যেন ভালোবাসার অনুভূতিরই বিরুদ্ধাচরণ। তাই, ‘ভালোবাসা হবে সবার জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে সবার মাঝে ভালোবাসা বিলিয়ে দেওয়ার ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল।
এ লক্ষে সকালে শহরের ট্রাংক রোড় শহীদ মিনারে জড়ো হয় সংগঠনটির প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী। এর পর বের করা হয় র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বিজয়সিংহ দীঘি এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি চলাকালে রাস্তার ট্রাফিক পুলিশ, ভ্যান চালক, দিনমজুর, মুচি, রিকশাচালক, পথচারী, পথশিশুসহ সব স্তরের মানুষকে লাল গোলাপ দিয়ে ভালোবাসার শুভেচ্ছা জানানো হয়।
র্যালি শেষে শহরের বিজয়সিংহ দীঘির পাড়ে সংগঠনের সভাপতি রায়হান আহমেদ মজুমদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক গাজী নুরুল আফসার রামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্তুল ফেনীর ফোকাল পারসন সোলায়মান হাজারী ডালিম, সংগঠনের সহ-সভাপতি রুবেল আহমেদ, ফখরুল ইসলাম, সহ-সভাপতি সুলতানা মজুমদার পলি, প্রচার সম্পাদক সানজিদা শাওন, ভলান্টিয়ার রিপ্রেজেনটেটিভ তানভীর ফারুকী, অর্থ সম্পাদক আবুল হাসনাত, তথ্য সম্পাদক আবদুল গণি রবিন, সহ-সম্পাদক কায়েস মাহমুদ, মাস্তুলের নিজস্ব আলোকচিত্রী হারুন প্রমুখ।
পরে, শহরের বিভিন্ন স্থানে যুগলদের কাছে ভালোবাসার অনুভূতি এবং এর প্রকৃত সংজ্ঞা নিয়ে আলোচনা করেন মাস্তুলের সদস্যরা। ভালোবাসা বিশেষ গণ্ডিতে আবদ্ধ নয়, এটি বিশাল। তাই সবার জন্য সবার ভালোবাসা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমজেড