ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর টিকাটুলিতে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
রাজধানীর টিকাটুলিতে সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর টিকাটুলিতে বিভিন্ন সরঞ্জামসহ আমিনুল ইসলাম (৩১) নামে সেনাবাহিনীর এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুঁড়িগ্রাম থেকে আসা এক ব্যক্তির সঙ্গে প্রতারণার সময় আমিনুলকে হাতেনাতে আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা।



এদিন সন্ধ্যায় র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, আমিনুল ইসলাম নামে এক প্রতারককে আটক করা হয়েছে। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

আটকের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর নকল পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানান লে. কর্নেল খন্দকার গোলাম সরোয়ার।

তিনি আরও জানান, র‌্যাবে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন আমিনুল। তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বলে দাবি করতেন। প্রতারণার কৌশল হিসেবে তার ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের তিনি যেকোনো র‌্যাব অফিস সংলগ্ন এলাকায় দেখা করতে বলতেন।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এনএইচএফ/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।