ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাঘমারা বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ঘে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- মনির হোসেন (৪০), তার স্ত্রী পপি আক্তার (৩৫), মেয়ে মিম (১২), বোন আসমা (২৮), ছোট ভাইয়ের স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও সিএনজি চালিত অটোরিকশা চালক হাবিবুর রহমান (৩১)।

আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলানিউজকে বিষয়টি জানান তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক।

তিনি বলেন, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।   তাদের বাড়ি নেত্রকোনার দূর্গাপুর উপজেলার গোদাগাড়িয়া গ্রামে।

ওসি বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি তাদের নিয়ে ময়মনসিংহ থেকে তারাকান্দার বাঘমারা বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ‌এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।  

দুর্ঘটনার পরপরই মরদেহগুলো উদ্ধার কর‍া হয়েছে বলেও জানান ওসি মাজহারুল।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬/আপডেট ১৯২২ ঘণ্টা/আপটডেট ২১৫৩ ঘণ্টা
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।