বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ইছামতি নদী থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বেনাপোলের দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় নদী থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে সীমান্ত পার হচ্ছে- এমন খবর পেয়ে বিজিবির একটি দল ইছামতি নদীতে চোরাচালানিদের ধাওয়া করে। এ সময় তারা মাথা থেকে একটি বস্তা নদীতে ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তায় ভেতর থেকে ১৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
২১ ব্যাটালিয়ন দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া ফেনসিডিল পোর্ট থানায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমজেড