ঢাকা: রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে সোনিয়া আক্তার নামের ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
পরে ঘটনার খবর পেয়ে গৃহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে ধানমন্ডি থানা পুলিশ।
বাংলানিউজতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
তিনি বলেন, রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে আমরা ধানমন্ডির ৮/এ নম্বর রোডের ৬৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে গৃহকর্মীকে উদ্ধার করি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে।
জানা গেছে, ওই বাসার গৃহকর্তার নাম পলাশ। তার ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এনএইচএফ/বিএস