ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তুচ্ছ ঘটনায় মুখোমুখি সিওমেক শিক্ষার্থী ও এলাকাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
তুচ্ছ ঘটনায় মুখোমুখি সিওমেক শিক্ষার্থী ও এলাকাবাসী

সিলেট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) শিক্ষার্থী ও নগরীর ভাতালিয়া এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ অবস্থা বিরাজ করছে।



স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত সিএস এন্টারপ্রাইজ নামক একটি দোকানে মোবাইল ফোন রিচার্জ করতে টাকা দিয়ে যান মেডিকেলের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। টাকা ছাড়তে দেরি হওয়ায় ওই শিক্ষার্থী ও দোকানির মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, মেডিকেলের শিক্ষার্থী ও পাশের ভাতালিয়া এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘন্টাম, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।