বরিশাল: ভালোবাসা দিবসে সাধারণ মানুষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কয়েকজন সদস্য।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে সাধারণ জনগণ, রিকশা, অটোরিকশা, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন গণ পরিবহনের চালক ও যাত্রীদের হাতে ফুল তুলে দেন পুলিশ সদস্যরা।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রানা মিয়া বলেন, এটি আমার নিজ উদ্যোগে করেছি। সারাবছর তো মামলা দিয়েই থাকি। সেখানে না হয় একটি দিন নগরবাসীকে ফুলেল শুভেচ্ছাই দিলাম। ফলে সাধারণ মানুষের মাঝে যেমন আমাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বাড়বে। তেমনি আমাদের এবং সাধারণ মানুষের মাঝে সৌহার্দ্যও বাড়বে।
ফুলেল শুভেচ্ছা জানানোর সময় তার সঙ্গে অপর দুই সার্জেন্ট তৌহিদুল, শহিদুল এবং ট্রাফিক কনস্টেবল জসিমও ছিলেন।
এদিকে পুলিশের এমন সৌহার্দ্য বিনিময়কে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। এ বিষয়ে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল বলেন, বিষয়টি ভালো লেগেছে, এটি একটি সুন্দর উদ্যোগ। পুলিশ যে জনগণের বন্ধু এটাই তার মধ্য থেকে প্রমাণিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
আরএ